1536123330750545

About Us:

ডিলএক্স বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড যার পথচলা 2021 সালে হতে। DEALX(ডিলএক্স) ইতিমধ্য বানিজ্য মন্ত্রনালয়ের DBID (ডিজিটাল বিসনেস আইডেন্টিটি) সনদ পেয়েছে। যা বাংলাদেশে বৈধ্য বিসনেসের একটি লক্ষ্য মাত্রা। অনেক ছোট ছোট স্বপ্ন নিয়ে গড়ে ওঠা -কমার্স প্রতিষ্ঠান DEALX(ডিলএক্স) যার স্লোগান সাধ্যের মধ্য কেনাকাটা।  প্রথম থেকে এখনও পর্যন্ত আমরা গ্রাহকের পছন্দ, বাজেট এবং ব্র্যান্ড সচেতনতা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন এবং কাজ করে চলেছি।

গ্রাহকরা এখানে সর্বশ্রেষ্ঠ ক্রয়ের অভিজ্ঞতা পাচ্ছেন। আমরা বাংলাদেশের প্রতিটি মূহুর্তকে রঙিন করতে চাই।

এই কোম্পানির লক্ষ্য : সৎ নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে সারা বাংলাদেশের মানুষের নিকট DEALX(ডিলএক্স) বিশ্বস্ত একটি ব্র্যান্ড তৈরী করবে ইনশাআল্লাহ।

বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে ক্রেতারা বাসায় বসে পণ্য অর্ডার করে এবং বাসায় বসেই মুল্য পরিশোধ করতে পারবে।